শিশুস্বর্গ
S.M.Sazzad Sultan Mar 31 2021
অাকাশ সংস্কৃতি ও প্রযুক্তির প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতার কারনে অামাদের দেশের শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও স্বাভাবিক জীবনযাপন অতিমাত্রায় ব্যহত হচ্ছে এবং তাদের সুপ্ত প্রতিভার স্ফুরণ তথা সুকুমার বৃত্তি ও মননশীলতা গঠন ঠিক দেশজ সংস্কৃতিতে গড়ে উঠছে না।তাছাড়া প্রচলিত বিদ্যালয়ের নিয়মকানুন ও সিলেবাসের বজ্র অাঁটুনি শিশুমনের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।এরকম একটা সংকটের মধ্যে দিয়ে অামাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠছে যা অামরা কোন ভাবে ঠেকাতে পারছি না।বর্তমান সমাজের অস্থিরতা,সংঘাত, যুব সমাজের মাঝে উচ্ছৃঙ্খলতা দেখে দেশের প্রতিটি বাবা মা সবসময় এক ধরনের হতাশা ও উদ্বিগ্নতার মধ্যে দিয়ে দিন পার করে। কিন্তু অামরা যদি এ-ই শিশু-কিশোরদের একগাদা কাদামাটি দিয়ে খেলতে খেলতে তাদের মধ্যে স্বপ্নের বীজ বুনতে পারি,তাদেরকে দিয়ে ফুল ও ফলের গাছ লাগিয়ে দেশটাকে সবুজে ভরে দিতে পারি এবং পশুপাখির সাথে পরিচয় করিয়ে দিতে পারি,রং তুলি দিয়ে বাংলার ফুল-লতা-পাতা-নদী-খাল-বিল-ধানক্ষেত-প্রজাপতি কাগজে অাঁকিয়ে তাদের মধ্যে সৌন্দর্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে দিতে পারি তাহলে নতুন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবো।অার অামরা ফিরে পাবো একটি সৌন্দর্যপ্রিয় দায়িত্বশীল প্রজন্ম যারা একটি সুখী ও শান্তিপূর্ণ সমাজ উপহার দিবে যা শিল্পী এস.এম.সুলতান সারাজীবন স্বপ্ন দেখেছেন।
সাজ্জাদ সুলতান
Recent Comments