এস এম সুলতান (লালমিয়া)

আজ ১০ ই আগষ্ট ২০২০ শিল্পী এস এম সুলতানের ৯৬ তম জন্মদিন । তাঁর জন্ম দিন উপলক্ষে আমার শ্রদ্ধা জানাতে এই অ্যালবাম সকল শিল্পী বন্ধুদের জন্য । যার বিশেষ অনুরােধে কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমে এই কাজ গুলি করেছি । সুলতানের একনিষ্ট ভক্ত নড়াইলের সাজ্জাদ সুলতান  কে আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন । ওর প্রচুর তথ্য যা আমার এই কাজে অনেক সাহায্য করেছে । সুলতানকে নিয়ে কাজ করার ইচ্ছে বহু দিনের । এতাে বড় মাপের শিল্পী যিনি বিদেশের অনেক লােভনীয় অফার পরিত্যাগ করে স্বদেশে ফিরে খেটে খাওয়া কৃষক ভাইদের দৈনন্দিন দুঃখ কষ্টের সঙ্গে নিজেকে জড়িয়ে বসবাস শুরু করেন । এদের দৈনন্দিন জীবনের বিভিন্ন রূপকে শিল্পের মাধ্যমে প্রকাশ করা ও মানুষের সামনে তুলে ধরা । উদ্দেশ্য এদের কঠোর পরিশ্রমে যে ফসল উৎপাদন হয় সেই খাবার খেয়ে মানুষ জীবন ধারণ করে থাকে । এদের নিয়ে সারা জীবন বহু শিল্প রচনা করেছেন । চরম আর্থিক অসচ্ছলতার মধ্যেও কোনও দিন কাজ বন্ধ করেন নি । যিনি শিল্পকে কখনাে পণ্য সামগ্রী হিসাবে ব্যাবহার করেননি । এই মহান শিল্পীকে যতই জানছি ততই অবাক হচ্ছি । সমস্ত বিষয়েই তাঁর ছিল অগাধ পাণ্ডিত্য । ছবির কাজ করতে গিয়ে বাধা বিপত্তির মধ্যেও নতুন নতুন বহু তথ্য আবিষ্কার করেন । নিজে রং তৈরী থেকে বেশি দামের ক্যানভাসের বদলে চটের ব্যাবহার করে বহু ঐতিহাসিক নিদর্শন সৃষ্টি করেন ।  পশু পক্ষীদের খুব ভালাে বাসতেন বাড়ীতে তৈরি চিড়িয়াখানায় নানান রকম পশু পক্ষীর বাস ছিল । নিজে অভুক্ত থেকেও এদের সেবা করতেন । শিশুদের মধ্যে শিল্প চেতনা কে জাগিয়ে তুলতে " শিশুসর্গ " নামে বিদ্যালয় স্থাপন করেন । প্রচুর  অর্থের বিনিময়ে তাদেরকে নিয়ে জলপথে ভ্রমণের জন্য একটি বিশাল ঐতিহাসিক দ্বিতল নৌকা তৈরী করান । এই নৌকাতে করে শিশুদের সঙ্গে নিয়ে ছবি আঁকা ও ভ্রমণের আনন্দ জাগিয়ে তুলতে সব রকমের ব্যাবস্থা করতেন । পুরাতন ভগ্নপ্রায় পরিত্যক্ত রাজবাড়ীতে চরম দুর্দশার মধ্যে বাস করেন । মৃত্যুর আগে শেষ কয়টি বছর তৎকালীন সরকার  হুসাইন মোহাম্মদ এরশাদ এর উদ্যোগে একটি পাকা বাড়ী তৈরী করে সেখানে স্থানান্তরিত করা হয় । সুলতান চাইলে চরম স্বাচ্ছন্দে অন্যান্য শিল্পীদের মত ভােগ বিলাসের মধ্যে দিন কাটিয়ে দিতে পারতেন । কিন্তু সেই বিলাসিতার পথে না গিয়ে সামাজিক দায়বদ্ধতা যে প্রতিটি মানুষের থাকা উচিত তা খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ কষ্টের মাঝে নিজেকে সব সময়ই আবদ্ধ রাখতেন । এই মহান শিল্পীকে আজ তাঁর শুভ জন্মদিনে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। 

১০/০৮/২০২০

Senior sculptor and painter Tarak Garai

West bengal 

India 

Share

Recent Comments

Recent Articles